গত বছর ১০ হাজার ৯০২ কোটি টাকা ঘুষ লেনদেন
প্রকাশিত : ১৪:৪৪, ৩ ডিসেম্বর ২০২৪

২০২৩ সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে ১০ হাজার ৯০২ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর টিআইবি কার্যালয়ে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।
টিআইবি আরও জানিয়েছে, ২০২৩ সালে দেশে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট খাতে। ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমিসেবা খাতে। আর সবচেয়ে কত ঘুষ লেনদেন হয়েছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহায়তা পেতে।
সেবাখাতে দুর্নীতি কমাতে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ছাড়াও সেবা পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে, যেন সেবাগ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয় এবং অনলাইনে সেবাগ্রহণে উদ্বুদ্ধ করতে যথাযথ প্রচার চালাতে হবে। সব খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানে ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করতে হবে এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
এসএস//
আরও পড়ুন